
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের মধ্যে সেরা ৭৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী ‘এই র্যাংকিং কলেজ সমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখবে।’ দ্বিতীয়বারের মতো স্নাতক (সম্মান) ও মাস্টার্স কলেজের মধ্যে এই র্যাংকিং করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর নাম কলেজ র্যাংকিং২০১৬।
জাতীয় পর্যায়ে সেরা পাঁচ কলেজের তালিকায় এবারও প্রথম হয়েছে রাজশাহী কলেজ। মো্ট স্কোর ৬৮.১৬। দ্বিতীয় সরকারি এডওয়ার্ড কলেজ (৬৪.৩২)। তৃতীয় সরকারি কারমাইকেল কলেজ (৬৪.০৫)। চতুর্থ সরকারি বিএম কলেজ (৬৩.৯৩) এবং ৬৩. ৭০ স্কোর নিয়ে পঞ্চম হয়েছে বগুরার সরকারি আজিজুল হক কলেজ। র্যাংকিংয়ের জন্য মোট ৩১টি সূচকে ১০০ নম্বর বরাদ্দ ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়াধীন অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজ রয়েছে ২ হাজার ২০০টি।
সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ। সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ, সেরা মহিলা কলেজ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।
মঙ্গলবার (৩রা অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেন ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৬’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ র্যাংকিং প্রদানের পটভূমি ও এর উদ্দেশ্য তুলে ধরে শীর্ষ কলেজের নাম ঘোষণা করেন।
কলেজের অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের মান, পরীক্ষার ফলাফল, গ্রন্থাগারের সংগ্রহ, আইসিটি সাপোর্ট, সহপাঠ কার্যক্রম ইত্যাদি র্যাংকিংয়ের বিবেচ্য ছিলো বলে জানান উপাচার্য অধ্যাপক হারুন।
কলেজ র্যাংকিং ২০১৬
বরিশাল অঞ্চল
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ,বরিশাল(৬৩.৯৫),সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,বরিশাল (৫৪.৮২),সরকারি ভোলা বরিশাল কলেজ,বরিশাল (৫২.৪১),আব্দুল করিম মৃধা কলেজ (বেসরকারি) (৫১.৭২),ঝালকঠি সরকারি কলেজ (৪৯.৭৬),ভোলা কলেজ (৪৮.৯৬) ,সরকারি মহিলা কলেজ, বরিশাল (৪৮.৬৮),পটুয়াখালী সরকারি কলেজ , পটুয়াখালী (৪৭.৫১) ,ফজিলাতুননেসা সরকারি কলেজ ,ভোল্ া(৪৬.৭) সোহরাওয়ার্দী সরকারি কলেজ,পিরোজপুর (৪৫.৮)
চট্টগ্রাম অঞ্চল
ঊ্রক্ষণবাড়ীয় সরকারি কলেজ, ব্রাক্ষণবাড়ীয়া (৬২.৮৩),সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা (৫৯.০০),সরকারি সিটি কলেজ,চট্টগ্রাম (৫৮.৯৭) ,চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম (৫৮.১৯) ,ফেনী সরকারি কলেজ,ফেনী (৫৬.৫২),চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ,চট্টগ্রাম (৫৬.৩৮), নোয়াখালী সরকারি মহিলা কলেজ,নোয়াখালী (৫৪.৮৩) ,পটিয়া সরকারি কলেজ,চট্টগ্রাম (৫৪.৬২),সরকারি হাজী মুহাম্মাদ মুহসীন কলেজ,চট্টগ্রাম (৫২.০৬),কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা (৫১.১৫)।
রাজশাহী অঞ্চল
রাজশাহী কলেজ, রাজশাহী (৬৮.১৩),সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা(৬৪.৩২), সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া(৬৩.৭), সিরাজগঞ্জ সরকারি কলেজ,সিরাজগঞ্জ (৫৬.৮২),সৈয়দ আহমদ কলেজ,বগুড়া (বেসরকারি) (৫৪.৯৪),এন .এস সরকারি কলেজ, নাটোর (৫৪.৮৯),সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়া (৫৪.৩৭),নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ,রাজশাহী (৫২.২৮),নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপায়নবাবগঞ্জ (৫১.৮৪) ,রাজশাহী মহিলা কলেজ রাজশাহী (৪৯.৯৬)
খুলনা অঞ্চল
সরকারি এমএম কলেজ, যশোর (৬০.২৯), আশাশুনি কলেজ সাতক্ষীরা (বেসরকারি) (৪৯.৪৮) , সরকারি বি এ কলেজ খুলনা (৫৯.৪২), কুমিরা মহিলা ডিগ্রি কলেজ সাতক্ষীরা (বেসরকারি) (৫৯.২৮), সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরা (বেসরকারি) (৫৬.৮২), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া (৫৬.৭),যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর (৫৪.৬৮), বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, বাগেরহাট (৫৩.৭৯), সরকারি মহিলা কলেজ ,যশোর (৫২.৩),মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর (৫১.৯৮)
সিলেট অঞ্চল
এম সি ,কলেজ সিলেট (৫৯.২১), বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ (৫৮.৯৬), সরকারি মহিলা কলেজ, সিলেট (৫৬.৮৬) , মৌলভীবাজার সরকারি কলেজ , মৌলভীবাজার (৫২.৭২) , সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ (৫১. ), মদনমোহন কলেজ,সিলেট (বেসরকারি ) (৫০.৭৪)
রংপুর অঞ্চল
কারমাইকেল কলেজ, রংপুর (৬৪.০৫, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর (৫৮.২৩), রংপুর সরকারি কলেজ, রংপুর (৫৭.০৩), সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর (৫৫.৫৪), উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট, (বেসরকারি) রংপুর (৫৫.৪৬), কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম (৫২.৬৮), আদর্শ কলেজ, দিনাজপুর (বেসরকারি)(৫০.৮৪), গাইবান্ধা সরকারি কলেজ,গাইবান্ধা (৫০.০৭), নীলফামারী সরকারি কলেজ,নীলফামারী (৪৯.০৬) ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও (৪৮.৯১)
ঢাকা-মংমনসিংহ অঞ্চল
ঢাকা কমাস কলেজ, ঢাকা (বেসরকারি)(৬৩.২৮), সিদ্ধেশ্বরী গালর্স কলেজ, ঢাকা (বেসরকারি)(৬০.৮১, লালমটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি)(৫৯.৬২), তেজগাঁও কলেজ, ঢাকা (বেসরকারি)(৫৯.৫১), আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি)(৫৮.৩৯), সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (৫৭.৯, নুরুল আমীন ডিগ্রি কলেজ মাদারীপুর(বেসরকারি)(৫৭.৬৪), হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা (বেসরকারি)(৫৭.৫৫)
সংবাদমেইল/জেএইচজি
Posted ১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.