
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকাঃ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে শফিকুর রহমান সভাপতি এবং ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তা বিরামহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে মোট এক হাজার ২১৮টি ভোটের মধ্যে ভোট পড়েছে এক হাজার ৮৮টি। সভাপতি পদে শফিকুর রহমান পেয়েছেন ৬৭২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৪৩৯ ভোট পেয়েছেন।
ব্যবস্থাপনা কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি সাইফুল অালম (৮০৭), সহ সভাপতি অাজিজুল ইসলাম ভুইয়া (৫৭০), যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরি (৬২৭) ও ইলিয়াস খান (৪৫২) এবং কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি (৪৭৮)।
কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন- শ্যামল দত্ত (৫৭৪), কুদ্দুস অাফ্রাদ (৫৩৫), মাঈনুল অালম (৫১১), রেজাউনুল হক রাজা (৪৮৮), মোল্লা জালাল (৪৫৯), সামসুদ্দিন অাহমেদ চারু (৪৫২), হাসান হাফিজ (৪২৩), শাহানাজ বেগম (৩৯৯), কল্যাণ শাহা (৩৭৮) ও হাসান অারেফিন (৩৬০)।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:৫৫ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.