
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম। | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফটো: মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় (বালিকা) ক্রিকেট দল
৪৬তম জাতীয় শীতকালীন ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে গৌরব অর্জন করেছে কুলাউড়ার ঐতিহ্যবাহি মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় (বালিকা) ক্রিকেট দল।
জানা যায়, সিলেট জেলা স্টেডিয়ামে দুপুর ১২ টায় গত (১৩ জানুয়ারি) শুক্রবার দিনের শুরুতেই আঞ্চলিক বকুল গ্রুপের সেমি ফাইনালে সিলেট বিভাগের হয়ে মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম বিভাগের উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয়। এতে চট্টগ্রাম বিভাগকে ১০ ইউকেটে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট বিভাগ।
খেলায় চট্টগ্রাম বিভাগ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ২০ রানের টার্গেট দেয় সিলেট বিভাগকে, জবাবে রিয়া ও জ্যোতির ব্যাটিং দাপটে জয়ী হয় সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট (বালিকা) দল। সেমি ফাইনাল খেলায় ০২ ওভার বল করে সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ইমা।
পরে দুপুর আড়াইটায় একই স্টেডিয়ামে অঞ্চল ভিত্তিক বকুল গ্রুপের ফাইনাল খেলায় কুমিল্লা বিভাগের মুখোমুখি হয় সিলেটের মাস্টার সরাফত আলী উচ্চ বিদ্যালয়। এতে সিলেট বিভাগ টসে জিতে ব্যাটিং এ পাটায় কুমিল্লা বিভাগকে। কুমিল্লা বিভাগ নির্ধারিত ৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯ রানের টার্গেট দেয় সিলেট বিভাগকে। জবাবে ইমার অলরাউন্ড নৈপণ্যে ৯ উইকেটে জয়ী হয়ে জাতীয় পর্যায় সিলেট,কুমিল্লা ও চট্টগ্রামের (আঞ্চলিক বকুল গ্রুপে) প্রতিনিধিত্ব করবে আগামি ১৬ জানুয়ারী। সিলেটের পক্ষে রিয়া ১০,জ্যোতি ৬ রান করে এবং ইমা ব্যাট হাতে ১৮ রান ও বল হাতে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে।
উল্লেখ্য,গত বছরের ২৩ ডিসেম্বর হতে শুরু হওয়া স্কুল ভিত্তিক জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এ মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় পর্যায়ক্রমে উপজেলা,জেলা, বিভাগ পর্যায়ে সেরা হয়ে আঞ্চলিক (বকুল গ্রুপে) খেলার যোগ্যতা অর্জন করে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.