
স্পোর্টস ডেস্ক : | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | প্রিন্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৬ রানে জয় পেয়েছে এউইন মরগান বাহিনী। বিশ্বকাপে এটি ইংল্যান্ডের টানা চতূর্থ জয়। ফলে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে তারা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটছে ইংল্যান্ডের। অবশ্য, আগে থেকেই তাদেরকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হয়েছিল। সেটিকেই যেন মাঠে প্রমাণ করে চলেছে ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি।
অন্যদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন বোলারদের। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রায় সবগুলো ম্যাচই লো-স্কোরিং। কেবল একটি ম্যাচ ১৯০ এর ঘর পার হতে পেরেছিল। ফলে কোনো সেঞ্চুরিরও দেখা মিলছিল না। অবশেষে সেই আক্ষেপ ঘোচালেন জস বাটলার।
সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে জস বাটলারের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে ইয়ন মরগানের দল। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ১৩৭ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ২৬ রানের জয় পায় ইংল্যান্ড।
শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেছেন হাসারাঙ্গা। এছাড়া ভানুকা রাজাপাক্ষে ২৬, দাসুন শানাকা ২৬, আসালাঙ্কা ২১ ও আভিস্কা ফার্নান্দো ১৩ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেছেন মঈন আলি, আদিল রশিদ ও ক্রিস জর্ডান। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিভিংক্সটোন এবং অন্য দুটি রানআউট।
এর আগে ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার। তার ইনিংসটিতে ছিল ৬টি চার ও সমান সংখ্যক ছক্কার মার। এছাড়া অধিনায়ক ইয়ন মরগান করেন ৩৬ বলে ৪০ রান। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা এবং অন্যটি নেন চামিরা।
Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.