সোমবার ৫ জুন, ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০

জনপ্রশাসনের নতুন সচিব হলেন মোজাম্মেল

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

জনপ্রশাসনের নতুন সচিব হলেন মোজাম্মেল

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজ্জামেল হক খানকে।

(০৫ ডিসেম্বর) সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।


এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে জনপ্রশাসনে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে জনপ্রশাসন সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। চলতি মাসের শেষ দিকে তিনি নতুন পদে যোগ দেবেন।


৫৭ বছর বয়সী মোজাম্মেলের বাড়ি মাদারীপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর মিশর থেকে পিএইচডি করেছেন তিনি।

মোজাম্মেল ২০০৯ সালের ২৭ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হওয়ার পর ওই বছর ৪ অগাস্ট একই মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পান।


সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের একান্ত সচিবের (পিএস) দায়িত্ব পালন করেছেন মোজাম্মেল হক। ২০০১ সালের মার্চে খালেদা জিয়ার সরকারের সময় অল্প দিনের জন্যা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্লাহর পিএস এবং সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার আমিন মিয়া চৌধুরীর পিএসের দায়িত্বও তিনি পালন করেছেন মোজাম্মেল।

মোজাম্মেলের চাকরির মেয়াদ রয়েছে আরও প্রায় দুই বছর। বর্তমান সরকারের মেয়াদপূর্তির ঠিক আগে আগে ২০১৮ সালের ২ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা তার।

সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত