বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়তে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী নির্দেশ

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট  

জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়তে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী নির্দেশ

ঢাকা: জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।


সংগঠনটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জঙ্গিবাদ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটি কেবল বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দিচ্ছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এ অস্ত্রের ঝনঝনানি আমরা দেখতে চাই না। কারণ অতীতে এগুলো অনেক ক্ষতি করেছে। বছরের পর বছর সেশনজট তৈরি হয়েছে।”


নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, “ভবিষ্যতে রাজনীতির নেতৃত্বে আসতে হলে দেশের স্বার্থে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, “মাদকাসক্তি শারীরিক ও মানসিক ক্ষতি করে, ভবিষ্যত ধ্বংস করে দেয়। এটি মৃত্যুর মুখে ঠেলে দেয়। সুতরাং অকালে যেন কেউ মৃত্যুর মুখে ঝরে না পড়ে সেদিকে তোমরা অবশ্যই নজর দেবে। নেতা হিসেবে এটা তোমাদের দায়িত্ব।”


সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৫০ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত