
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
সিলেট: নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর চলমান অভিযানে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিবলু মালাকার (২৭) স্থানীয় বসন্ত মালাকারের ছেলে।
রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গি আস্তানার বাইরে দাঁড়িয়ে সেনাবাহিনীর অভিযান দেখছিলেন শিবলু। এসময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে সেনাবাহিনী নাকি জঙ্গিদের গুলিতে শিবলু গুলিবিদ্ধ হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার সকালে ‘টোয়ালাইট’ নামে কমান্ডো অভিযান শুরু করে সেনাবাহিনী। এতে নেতৃত্ব দিচ্ছেন প্যারা কমান্ডো ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস। তত্ত্বাবধান করছেন জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
দুপুর সাড়ে ১২টার দিকে আতিয়া মহলের ২৮টি পরিবারের অর্ধশতাধিক লোককে উদ্ধার করা হয়। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
দুপুর ২টা ১৯ মিনিটে অভিযানস্থলে একটি বিকট শব্দ পাওয়া যায়। এরপর অনবরত গুলি হতে থাকে।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবনের নিচতলায় যে ইউনিটে জঙ্গিরা অবস্থান করছে, সেখানে অভিযান শুরু হয়েছে।
সংবাদমেইল২৪.কম/ইএস/এনএস
Posted ৭:২২ অপরাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.