বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩১

জগন্নাথপুরে চুরির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

জগন্নাথপুর সংবাদদাতা,সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

জগন্নাথপুরে চুরির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরির অভিযোগে সামত আলী (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সামত আলী জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মক্রমপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

১ নভেম্বর মঙ্গলবার  দুপুরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


জানা গেছে, কিছুদিন আগে একটি গরু চুরির শালিস করেন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। এ সময় আটক চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে সামত আলীকে অভিযুক্ত করা হয়। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় কামিনীপুর গ্রামের মিজান নামের এক ব্যক্তি সামত আলীকে ফোনে ডেকে জগন্নাথপুর নিয়ে আসেন।

এ সময় জগন্নাথপুর বাজার থেকে সামত আলীকে আটক করে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের কাছে নিয়ে যান এলাকার লোকজন। পরে সামত আলীকে গণধোলাই দিয়ে মঙ্গলবার দুপুর ২ টার দিকে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।


চুরির অভিযোগে ধৃত যুবককে থানা পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই কায়েমুল ইসলাম।

এ ব্যাপারে জানতে চাইলে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক জানান, ধৃত সামত আলী আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১৮টি গরু চুরির কথা স্বীকার করেছে।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত