জগন্নাথপুর সংবাদদাতা,সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরির অভিযোগে সামত আলী (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সামত আলী জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মক্রমপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।
১ নভেম্বর মঙ্গলবার দুপুরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, কিছুদিন আগে একটি গরু চুরির শালিস করেন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। এ সময় আটক চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে সামত আলীকে অভিযুক্ত করা হয়। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় কামিনীপুর গ্রামের মিজান নামের এক ব্যক্তি সামত আলীকে ফোনে ডেকে জগন্নাথপুর নিয়ে আসেন।
এ সময় জগন্নাথপুর বাজার থেকে সামত আলীকে আটক করে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের কাছে নিয়ে যান এলাকার লোকজন। পরে সামত আলীকে গণধোলাই দিয়ে মঙ্গলবার দুপুর ২ টার দিকে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
চুরির অভিযোগে ধৃত যুবককে থানা পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই কায়েমুল ইসলাম।
এ ব্যাপারে জানতে চাইলে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক জানান, ধৃত সামত আলী আমার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১৮টি গরু চুরির কথা স্বীকার করেছে।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.