
গোবিন্দগঞ্জ সংবাদদাতা,সংবাদমেইল২৪.কমঃ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
সুনামগঞ্জ: ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
(০৪ নভেম্বর) শুক্রবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- সুনামগঞ্জগামী একটি বাস (নং-জ ১১-০৭০৬) ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্শার সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী মসজিদের সামনে মুখোমুখি সংঘর্ষে সিএজিটি পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনাকবলিত বাসটি রাউলী ব্রিজে আটকা পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত বাসও সিএনজিচালিত অটোরিক্শা যাত্রী নুরুল ইসলাম (২৫), রুজিনা বেগম (৩৫), আব্দুল হাই (৫০), জহিরুল হক (০৩), আনফর আলী (৬০), জমির হোসেন (১৪), অজিত পাল (৪৩), জামাল আহমদ (৩৫), আব্দুল কাহার (৫৫) ও সুয়েব আহমদকে (১৯) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলাম উদ্দিন (২৩), ইসমাইল আলী (৪৮), নজরুল ইসলাম (৩৮), কামরুল হক (৩০), সুলতান মিয়া (৬৫), আনোয়ার হোসেন (৩৫), মনোহর আলী (৩৫), সেলিনা বেগম (৪০), মিনা বেগমসহ (১৫) আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান- দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.