
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: গ্রাম আদালত পরিচালনায় চেয়ারম্যান ও মেম্বারদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। আইন সংক্রান্ত অভিজ্ঞ ব্যক্তিদের গ্রাম আদালতে থাকা প্রয়োজন। সেই সঙ্গে গ্রাম আদালতে মামলার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেয়া দরকার।
বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত গ্রাম আদালত আইন ২০০৬ ও এর প্রায়োগিক সীমাবদ্ধতা নিরূপণ বিষয়ক এক আলোচনা সভায় আলোচকরা এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী যেহেতু অধিকাংশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তাই তাদের পক্ষে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে নিরপেক্ষ বিচারকাজ সম্পাদন করা প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থার উত্তরণে গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে নিরপেক্ষ অন্য কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলেও জানান বক্তারা।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট সিগমা হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী, অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ তারিক হায়দার ও ব্যারিস্টার মনিরুল ইসলাম খান প্রমুখ।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.