
হবিগঞ্জ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
হবিগঞ্জ: জেলার চুনারুঘাটে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় এক কিশোর নিহত হয়েছে।
(২০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীগাও এলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবাজ মিয়া (১৫) উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে।
এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, মাটি বোঝাই ট্রাক্টরটি সাবাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.