
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
জন্মগত ভাবে হৃদরোগে আক্রান্ত তাহমিদ। মাত্র ৩ লক্ষ টাকার জন্য আটকে আছে তার চিকিৎসা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বকসিকোনা গ্রামের আমান মিয়া ও ছামিনা বেগম দম্পতির সন্তান তাহমিদ (৮ মাস)। সে জন্মগত ভাবে হৃদরোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। জন্মের কিছু দিন পর চিকিৎসক জানালেন তাহমিদ জন্মগত ভাবে হৃদরোগে আক্রান্ত। ইতিমধ্যে তার চিকিৎসার প্রাথমিক ধাপ সহ রোগ নির্ণয় করতে গিয়ে দিন মজুর বাবা আমান মিয়া নিঃস্ব হয়েছেন। চিকিৎসা ব্যয় তিনি পুরন করতে পারছেন না। দরকার সমাজের বিত্তবানদের সাহায্য। আমান মিয়া বলেন, চিকিৎসকরা জানিয়েছেন ঢাকাতে নিয়ে চিকিৎসা করাতে হবে তাহমিদকে।
তার জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। মা ছামিনা বেগম বলেন, টাকা নেই বলে কি আমার ছেলে বাচবে না? আপনারা আমার ছেলের চিকিৎসায় সহযোগীতার হাত বাড়ালে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। তিনি (ছামিনা) বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে, বিকাশ : ০১৭০৫-০৮১৪৬১ (মা-বাবা)।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.