
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে দিনব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত চাতলাপুর চেকপোষ্টের ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফ ৫৫ ব্যাটেলিয়নের অধীন ভারতীয় অংশে এ বৈঠক চলে।
বৈঠক শেষে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ১৯৬৩ সীমান্ত খুটি বরাবর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ অংশে ফিরে শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান, সকাল ১১টায় বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেনের নেতৃত্বে ল্যা: কর্ণেল সাজ্জাদ হোসেন, মেজর মিন্নাজ আলী, মেজর ডা: মাহতাবুল হাসানসহ ছাব্বিশ সদস্যের বিজিবির সদস্য এ পতাকা বৈঠকে যোগ দেন।
বিএসএফের পক্ষে ত্রিপুরার পানি সাগরের ডিআইজি ডি কে শর্ম্মার নেতৃত্বে উর্দ্ধতন বিএসএফ কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে উন্নয়ন কাজে বিএসএফের পক্ষে কোন প্রকার আপত্তি না জানানো, চাতলাপুর সীমান্তের একটি অংশে ভারতীয়দের কাটাতারের বেড়ার উন্নয়ন কাজ ও বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে সে কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।
সংবাদমেইল২৪.কম/জয়নাল/এনএস
Posted ৯:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.