
অনলাইন ডেস্ক | শনিবার, ০৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট
১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে। শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) সচিব মো. ওবায়দুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে এনটিআরসিএ। আশা করছি, ১৫ অক্টোবরের পর যে কোনো দিন এ ফল প্রকাশ করা হবে।
জানা যায়, ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। পরে প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়।
কিন্তু করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে সব আটকে যায়। গত ৩ এপ্রিল মৌখিক পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়। অবশেষে গত ২৪ আগস্ট স্থগিত মৌখিক পরীক্ষা আবার শুরু হয়। এখন চলছে ফলের অপেক্ষা।
Posted ১০:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.