খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ছবি)
চলতি মাসে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশনাও দিয়েছেন।
এছাড়া মন্ত্রিসভা বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রাম ডিভিশন ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স, ১৯৭৬ (রহিতকরণ) আইন, ২০২১-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া মন্ত্রিসভা বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
Comments
comments