
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: ‘ঘুষ নেয়ার সময়’ হাতেনাতে গ্রেপ্তার সড়ক ও জনপথ বিভাগের উপসচিব মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে রোববার ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন।
সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মিজানুর জামিন চাইলে সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তবে মিজানুরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন আসামির আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, “ইজারাদ পেট্রোল পাম্পের মালিক মাঈনুদ্দিন চৌধুরী যে নোটগুলো মিজানুরকে দিয়েছিলেন, তার নম্বর আগেই দুদককে সরবরাহ করেছিলেন। যে নম্বরগুলো উপসচিবের হাতে পাওয়া টাকায় ছিল, তার নম্বরের সঙ্গে সরবরাহ করা নম্বর মিলে গেছে। এখানে ষড়যন্ত্রের কোনো সুযোগ ছিল না।”
মাইনুদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে ওই উপসচিবকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টচার্য জানিয়েছিলেন।
মাইনুদ্দিনের অভিযোগ, একটি তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজান, পরে আরও ৯ লাখ টাকা দাবি করেন।
মাইনুদ্দিন অভিযোগ করলে কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী মিজানকে খিলগাঁও এর একটি ফাস্টফুডের দোকানে আসতে বলা হয়। দুদক টিম সেখানে অবস্থান করছিল। মিজানুর রহমান সেখানে এলে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদেমইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.