ইয়াসির আজমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ অর্জন করেন এবং লন্ডন বিজনেস স্কুল ও আইএনএসইএডি আয়োজিত এক্সিকিউটিভ শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
সংবাদমেইল ডেস্ক : | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
বাংলাদেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের (জিপি) নতুন প্রধান নির্বাহী হচ্ছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরীর ছেলে ইয়াসির আজমান। এই প্রথম প্রতিষ্ঠানটির শীর্ষ পদে একজন বাংলাদেশিকে নিয়োগ দেয়া হচ্ছে৷
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাকে ১ ফেব্রুয়ারি, ২০২০ থেকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
ইয়াসির আজমান টেলিনর গ্রুপের বিতরণ এবং ই বিজনেস বিভাগের প্রধান হিসেবে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন৷
সবশেষ তিনি গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং ডেপুটি সিইও এর দায়িত্ব পান৷ বর্তমান প্রধান নির্বাহী মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন তিনি৷
গ্রামীণফোন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গ বলেন, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন৷ আমি অনেক আনন্দিত যে আজমান আমাদের বাংলাদেশী অপারেশন এর নেতৃত্ব দিতে রাজি হয়েছেন৷ তিনি প্রথম বাংলাদেশী হিসাবে গ্রামীণফোনের সিইও হচ্ছেন৷ এটি টেলিনর এবং গ্রামীণফোনের সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ৷’
বাংলাদেশে গ্রামীণফোনের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে৷ বর্তমানে তাদের বৃহৎ শেয়ারের মালিক নরওয়ের টেলিনর৷ গ্রাহক ও ব্যবসার দিক থেকে জিপি বাংলাদেশের টেলিকম বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করছে৷ ইয়াসির আজমানের আগে প্রতিষ্ঠানটির প্রধানের পদে বসার সুযোগ হয়নি কোন বাংলাদেশির৷
নতুন দায়িত্ব প্রসঙ্গে ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সিইও হিসাবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত এবং সম্মানিত বোধ করছি৷ ডিজিটাল বাংলাদেশ, সামাজিক ক্ষমতায়ন এবং আমাদের গ্রাহকদের জন্য যা গুরুত্বপূর্ণ তার সাথে যোগাযোগ করিয়ে দিতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী৷’
ইয়াসির আজমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ অর্জন করেন এবং লন্ডন বিজনেস স্কুল ও আইএনএসইএডি আয়োজিত এক্সিকিউটিভ শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
Posted ৪:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.