
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে তিন শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামিরা হলেন-পাথর কোয়ারির মালিক বিছানাকান্দির বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন,চট্টগ্রামের জাহিদ মিয়া, লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের মধ্যে জাহিদ ও রাজু ওরফে জাহিদ হাসানকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পাথর তুলতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে মারা যান তিন শ্রমিক।
সংবাদমেইল২৪.কম/জেএ/এনএস
Posted ৩:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.