
গোয়াইনঘাট প্রতিনিধি: | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৮জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়াইনঘাট থানার এস আই অনুজ কুমার দাশ, এস আই লিটন রায়, এসআই মাসুম আলম, এসআই মতিউর রহমান, এসআই শাহ-আলম, এসআই অজয় চন্দ্র রায়, এএসআই মো. মশিউর রহমান ও এএসআই সত্যজিৎ তালুকদার গোয়াইনঘাট থানার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, মো. তাহের মিয়া, ফরহাদ হোসেন, মো. শিব্বির, মো. জাহের মিয়া, আরব আলী, এছাড়াও ওইদিন এস আই আব্দুল আহাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোয়াইনঘাট থানার মামলা নং ০৬ (৯)২১ এর এজাহার নামীয় আরও ৩ জন আসামীকে গ্রেফতার করেন। আটক ব্যক্তিদের আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১১:২০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.