সংবাদমেইল ডেস্ক | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ।
যুক্তরাজ্য প্রবাসী ৮৩ বছর বয়সী এই লেখক গত ১৯ দিন ধরে দেশটির মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
তিনি ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর গাফফার চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে খুব একটা কথা বলতে পারছেন না। কিছুদিন আগে নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে কোমরেও ব্যথা পান তিনি।
এদিকে, সংজ্ঞা হারানোয় গতকাল রবিবার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। সেই রিপোর্ট হাতে পাওয়ার চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
Posted ১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.