
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন “গণমাধ্যমের পবিত্রতা রক্ষার মূল দায়িত্ব গণমাধ্যমকর্মীদের।
গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাইবাছাই করা। রাগ-অনুরাগ কিংবা ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত হওয়া গণমাধ্যমের কাজ নয়।” তিনি বলেন “গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্বশীলতার সঙ্গে তার কাজ করবে, জনগণ ও সরকার এটাই আশা করে। সরকারের তল্পিবাহক হওয়া বা জঙ্গির সঙ্গীদের ওকালতি করা, কোনোটিই গণমাধ্যমের কাজ নয়।”
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।
পরিষদের মহাসচিব আলী আকবর সাপ্তাহিক পত্রিকা সম্পাদকদের জন্য সরকারি প্লট বরাদ্দ, বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, পরিবারের সদস্যদের বিশেষ শিক্ষা ও চিকিৎসা সুবিধা দেয়া, সরকারি মিডিয়া তালিকাভুক্তি, তথ্য অধিদপ্তরের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়াসহ ১৪ দফা দাবি উপস্থাপন করেন। তথ্যমন্ত্রী আইনসিদ্ধ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৯:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.