
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক মরহুম আব্দুল মুক্তাদির চৌধুরী(জুবেদ চৌধুরী)’র স্ত্রী এবং সিলেটি প্রবাদ প্রবচন ও বিয়ের গান বইয়ের লেখিকা খুশমন আরা বেগম চৌধুরী (৭৯) বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল দশটায় ঢাকার উত্তরার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রাশিদুল চৌধুরী(হেশাম),এমাদুল চৌধুরী (তারহাম) ও মেজর (অবঃ)নুরুল মান্নান(তারাজ) এর মাতা।
শুক্রবার বাদ আছর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদে নামাজের জানাযা শেষে ১২ নম্বর সেক্টর গোরস্থানে দাফন।
উল্লেখ্য, খুশমন আরা বেগম চৌধুরী ও উনার স্বামী মরহুম আব্দুল মুক্তাদির চৌধুরী ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশ ভারতের ধর্মনগর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের সময় বিভিন্ন সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত সিলেটি প্রবাদ প্রবচন এবং বিয়ের গান গতি প্রকাশনীর প্রকাশনায় একুশের বই মেলায় প্রকাশিত হয়।
শোক প্রকাশ: খুশমন আরা বেগম চৌধুরী এর মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,সাবেক এমপি এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ,কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ,কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামিম,কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল আল মামুন রেনু,অনলাইন গণমাধ্যম সংবামেইলের পরিচালক আলহাজ্ব মোঃ হারুন উর রশীদ,রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু,অনলাইন গণমাধ্যম সংবামেইলের সম্পাদক ও প্রকাশক প্রভাষক মানজুরুল হক,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন কবির, সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ,তাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী,সাপ্তাহকি সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন,স্টাফ রিপোর্টার সামছুল ইসলাম প্রমুখ।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.