শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪ | ১৯ আশ্বিন, ১৪৩১

খালেদা জিয়া আদালতে যাবেন বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

খালেদা জিয়া আদালতে যাবেন বৃহস্পতিবার

ফাইল ফটো:

ঢাকা:আগামী বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়  আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে।

(২১ ডিসেম্বর) বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।


এর আগে ৮ ডিসেম্বর মামলার শুনানি মুলতবি করার জন্য দুই বার আবেদন জানালে আদালত তা খারিজ করে দেন। পরে খালেদা জিয়াকে ১৫ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়ার নির্দেশ দেন।

ধার্যকৃত ওই তারিখে খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। ওই দিন বিচারক আবেদন মঞ্জুর করে ২২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।


১ ডিসেম্বর দুপুরে দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৩২ সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান।

বিচারক খালেদা জিয়াকে সাক্ষীদের সাক্ষ্য ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি (খালেদা) নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

মামলার অন্য আসামিরা হলেন-খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

সংবাদমেইল২৪.কম/আরআর/এসজে/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত