
শরীফ আহমেদ, নিউজ এডিটর। সংবাদমেইল২৪.কম। | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফটো: ক্লাস রুমে ডুকে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী
কোন কর্মসূচি ছাড়াই আকষিক ক্লাস রুমে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষকদের অবাক করে দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
রবিবার সিলেটের বিয়ানীবাজারের মন্ত্রীর নিজ নির্বাচনি এলাকায় অবস্থিত চারখাই উচ্চ বিদ্যালয়ে আকষিক ডুকে শিক্ষার্থীরদের খোঁজ খবর নেন।
জানান যায়, সরকারী সফর শেষে বিয়ানীবাজার থেকে সিলেটে ফেরার পথে চারখাই উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ি থামিয়ে স্কুলে প্রবেশ করেন। পরে ক্লাস রুমের সামনে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে ক্লাস রুমে ডুকে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি শিক্ষকদেরও খোঁজ খবর নিয়েছেন। আকষিক মন্ত্রীর বিদ্যালয়ে প্রবেশ দেখে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয় বলে জানা গেছে।
মন্ত্রীর ঘনিষ্ঠ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমদাদুর রহমান মন্ত্রীর আকষিক স্কুল পরিদর্শনের বিষয়টি সংবাদমেইলকে নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.