
কুলাউড়া সংবাদদাতা :: | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি বেশি নজর দেওয়ায় ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের অর্জন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। খেলাধুলা একটি দেশকে বিশ্বের দরবারে পরিচিত করে তুলতে পারে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় আমাদের ছেলে-মেয়েরা কৃতিত্ব অর্জন করে দেশের সুনাম বয়ে আনছে। সমাজের উন্নয়ন ঘটাতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলা মানুষের দেহ ও মনকে প্রফুল্ল রাখে।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) সকালে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।
উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান, সাবেক ফুটবলার কাবুল পাল প্রমুখ।
উদ্বোধনী খেলায় ইউনিয়ন ক্লাব কর্মধা বনাম বয়েজ ক্লাব দানাপুর অংশগ্রহণ করে।
উল্লেখ্য, টি-২০ ক্রিকেট লীগ টুর্নামেন্টে মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে।
Posted ৬:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.