স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বেরসিক বৃষ্টি হানা দিয়েছে। ব্লাক ক্যাপসদের ইনিংসের ৭১তম ওভার শেষে এই ঘটনা ঘটে।
এরপর কাভার দিয়ে দ্রুত আউটফিল্ড ঢেকে দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ওই ঘটনা ঘটে; তখন নিউজিল্যান্ডের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০। সফরকারীরা যে সময় স্বাগতিক নিউজিল্যান্ডকে চেপে ধরেছে ঠিক সেই সময় বৃষ্টি বাগড়া তৈরি হয়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭১ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করতে সক্ষম হয়। ক্রিজে আছেন হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪। কিউইদের হয়ে প্রথম ইনিংসে জিত রাভাল ১৬, টম লাথাম ৬৮, কেন উইলিয়ামসন ২, রস টেলর ৭৭, মিশেল স্যান্টনার ২৯, বিজে ওয়াটলিং ১ এবং কলিন ডি গ্রান্ডহোম ০ রান করে আউট হন।
বাংলাদেশের হয়ে সাকিব তিনটি, কামরুল দুটি, তাসকিন একটি এবং মেহেদি হাসান মিরাজ একটি উইকেট নেন।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রান করে অলআউট হয়েছিল। সর্বোচ্চ ৮৬ রান করেছিলেন সৌম্য সরকার, ৫৯ রান আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.