
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
জেলার কোম্পানীগঞ্জ পাথর কোয়ারি থেকে পুলিশ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম জামাল উদ্দিন (৩০)।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের জালাল মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে- ওই যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম জানান- রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে হত্যা করে তার মৃতদেহ বাড়ির পার্শ্ববর্তী উৎমাছড়া পাথর কোয়ারিতে ফেলে যায়। সকালে স্থানীয় লোকজন যুবকের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান- এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.