
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
বাংলাদেশ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয সদস্য হলেন কুলাউড়ার জাকির হোসেন খান।
বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সংসদের ৬ষ্ঠ সভায় তাকে মনোনীত করা হয়।
জাকির হোসেন এক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ বিসিএল এর সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এহসান হাবিব ও সাধারণ সম্পাদক শাহজান আলী সাজুর প্রতি সংবাদমেইলের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিসিএল কেন্দ্রীয় সংসদের সদস্য মনোনীত হওয়ায় জাকির হোসেন খানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, আহবায়ক আ স ম সালেহ সোহেল, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম শামীম, আব্দুল আজিজ রুপম, হাসান আহমদ রাজাসহ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলা, পৌর ও মহাবিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য জাকির হোসেন কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.