
স্টাফ রিপোর্টার।সংবাদমেইল২৪.কম: | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: ভুয়া প্রশ্নপত্রের পেছনে না ছোটার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, “প্রশ্নফাঁস রোধে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি আর প্রশ্ন ফাঁস হবে না।”
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রীকে পেয়ে অভিভা্বকরা প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। এসময় কয়েকজন অভিভাবক বলেন, “মাননীয় মন্ত্রী, যারা প্রশ্ন ফাঁস করে তাদের ধরে সরাসরি ফাঁসি দিয়ে দেন। এরা দেশের বড় রাজাকার”
এর জবাবে মন্ত্রী প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থার কথা উল্লেখ করেন। এসময় অভিভাকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাও কেউ ভুয়া প্রশ্নপত্রের পেছনে ছুটবেন না।”
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘ এবার আমরা ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা হলে আসার আহ্বান জানিয়েছিলাম। বেশির ভাগই তাতে সাড়া দিয়েছে। এতে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই খাতা দেয়া হয়েছে, যাতে আনুষঙ্গিক কাজগুলো করে রাখতে পারে পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু থেকে পুরো সময় তারা স্বাচ্ছন্দ্যে সব প্রশ্নের উত্তর দিতে পারবে।’’
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.