
জুড়ী প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | প্রিন্ট
মৌলভীবাজারের জুড়ীতে কৃষকের ধান কেটে দিতে মাঠে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন । গত ২১ এপ্রিল তিনি তার ফেসবুক পেইজে কৃষকের পাশে দাড়াতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানিয়ে স্ট্যাটাস দেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত সবাইকে উৎসাহ দিতে জুড়ীর নেতাকর্মীদের নিয়ে এ কাজ করেন তিনি। এ দিন জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের ফিরোজ মিয়ার ধান কেটে ঘরে তুলে দিয়েছেন তারা। তাদের কে উৎসাহ দিতে সব সময় মাঠে আসেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক,প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল,সাধারন সম্পাদক তাজুল ইসলাম,প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘করোনাভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। করোনার কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুড়ীতে এ কাজ করা হচ্ছে। কোনও কৃষক সহায়তা চাইলে আমরা তার পাশে দাঁড়াবো।’
সরেজমিনে দেখা যায়,ছাত্রলীগের ৪৫-৫০জন নেতাকর্মী মাঠে ধান কাটছেন।
কৃষক ফিরোজ মিয়া বলেন, ‘শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভোলার নয়।’
Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.