
কুয়েত সংবাদদাতা: | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন যেসব যাত্রী আসছে, তার চেয়ে এ সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। সম্প্রতি কুয়েতের মন্ত্রিপরিষদকে এ আহ্বান জানানো হয়।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে প্রায় ১০ হাজার যাত্রী আসছেন বিভিন্ন দেশ থেকে। এ সংখ্যা আরও বাড়াতে চায় ডিজিসিএ। এ নিয়ে দ্বিতীয়বার এ আহ্বান জানিয়েছে তারা। স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আরব টাইমস।
প্লেনের টিকিটের দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে ডিজিসিএ এ অনুরোধ করেছে। ভারত মিসরসহ বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরটিতে আগত যাত্রী সীমা কোটার কারণে টিকিটের মূল্য বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী এয়ারলাইন্সগুলো তাদের জন্য বরাদ্দ করা কোটা এরই মধ্যে শেষ করে দিয়েছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিজিএ) বলছে, বিমানবন্দরে আগত যাত্রী সংখ্যা বাড়ানো হলে টিকিটের দাম কমাতে ব্যাপকভাবে অবদান রাখবে।
Posted ১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.