
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৫ মার্চ ২০২০ | প্রিন্ট
কুয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহেল খান (৪১) নামে কুলাউড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
(২৩ মার্চ) সোমবার স্থানীয় সময় সকাল ০৭ টায় দিকে ইরাক সীমান্তের পাশে কুয়েত সিটির কিং ফাহাদ রোডে দুটি গাড়ীর মুখোমুখির সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মাহবুব ও রবি দাস নামে আরো দুই বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
সোহেল খান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পুশাইনগর গ্রামের সুরুজ খানের ছেলে। দাম্পত্য জীবনে সোহেল খানের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর লাশ কুয়েতে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে জানা গেছে।
এদিকে সোহেলের মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যদের কাছে পৌছলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। এখন লাশের অপেক্ষায় স্বজনরা।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.