কুষ্টিয়া জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুষ্টিয়া : পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় পরিবার পরিকল্পনা সেক্টরে কাজ করা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
(০৯ নভেম্বর) বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১২ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র (১২-১৭ নভেম্বর) এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সরদার মো: হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।
এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিমা ইয়াসমীন।
সভায় বক্তারা বলেন, ‘সঠিক সময়ে সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে মাতৃ এবং শিশু মৃত্যু অনেকাংশে হ্রাস করা সম্ভব। আর গুণগত সেবা প্রদান মা এবং শিশু মৃত্যু হ্রাসসহ জনগণের পরিবার কল্যাণ বিষয়ক সামগ্রিক প্রত্যাশাকে পূরণ করতে সক্ষম ।
অ্যাডভোকেসী সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রচার সপ্তাহের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন পরিবার পরিকল্পনা জেলার (ভারপ্রাপ্ত) উপ পরিচালক সরদার মো: হান্নান। এসময় তিনি তিনি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের বার্তা গুরুত্বের সাথে প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফ) গণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএমজেে/এনএস
Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.