
কুষ্টিয়া সংবাদদাতা,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুষ্টিয়া: জেলার দৌলতপুরে মশিউর রহমান (১৮) ও রকিবুল ইসলাম (১৯) নামে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার দাড়েরপাড়া গ্রামের একটি বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত রাকিবুল উপজেলার দাড়েরপাড়া গ্রামের হুজুর মোল্লার ছেলে ও মশিউর একই এলাকার শাজাহান আলীর ছেলে। তারা বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,“দাড়েরপাড়া গ্রামের একটি বাগানের কদমগাছের নিচে দুই তরুণের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ দুটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজন আত্মহত্যা করেছে।”
সংবাদেমইল২৪.কম/বা/নাশ
Posted ১:০৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.