শনিবার ২ ডিসেম্বর, ২০২৩ | ১৭ অগ্রহায়ণ, ১৪৩০

কুষ্টিয়ায় ঘরে ঢুকে শিক্ষক দম্পত্তিকে কুপিয়ে জখম

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

কুষ্টিয়ায় ঘরে ঢুকে শিক্ষক দম্পত্তিকে কুপিয়ে জখম

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এ হামলা চালায়।


ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান আলী ইসা (৫২) ও তার স্ত্রী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানমকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আলী ইসা জানান, রাত সাড়ে ৩টার দিকে হাউজিংয়ের ই-৩৭১ নম্বর বাসায় হঠাৎ ৪-৫ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই রড দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে একজন। এসময় বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার স্ত্রী সামসুন্নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।


এসময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক আনিসুর রহমান বলেন, “শিক্ষক আলী ইসার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত রগ কেটে গেছে। কাঁধের পেছনে কোপের আঘাতও রয়েছে। তার স্ত্রীর কব্জি বরাবর আঘাত লেগেছে।”


তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলেও জানান চিকিৎসকরা।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে বলেন, “কি কারণে কারা কলেজ শিক্ষক দম্পতির ওপর এ হামলা চালিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সংবাদমেইল২৪.কম/এসএমজে/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ২:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত