
কুষ্টিয়া জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
কুষ্টিয়ায় উৎসবমূখর পরিবেশে দুইদিন ব্যাপী লালন মেলা শুরু হয়েছে।
(১০ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় মরাকালি নদীর পাড়ে উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘বাউল সম্রাট ফকির লালন শাহ কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি জাতপাত বিশ্বাস না করে মানবতার কল্যাণে কাজ করে গেছেন।’
কুষ্টিয়ার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ও লালন মাজারের খাদেম মহম্মদ আলী।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সুচনা হয়। এরপর ১০ জন বাউল শিল্পীরা প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় এই লালন মেলা। পরে সকলকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর প্রবীণ লালন ভক্ত মুক্তিযোদ্ধা নহির শাহ্ও রাখিলেন সাঁই,,,,গানটি দিয়ে শুরু হয় গানের আসর। এতে লালন একাডেমীর শিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
উল্লেখ্য,জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও লালন একাডেমির ব্যবস্থাপনায় এ মেলায় কুষ্টিয়ার ৪৪জন বাউল শিল্পী গান পরিবেশন করবে। উৎসবমূখর লালন মেলাকে ঘিরে অনুষ্ঠানস্থলকে সাজানো হয়েছিলো বর্ণিল সাজে। তবে ইট, কাঠ পাথরের অবয়ব ছেড়ে বাউলদের আখড়ার চিরায়িত রূপ দিতে ব্যবহার হচ্ছে খড় ও বাঁশসহ গ্রামীণ সব উপাদান। মাঠে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
সংবাদমেইল২৪.কম/এসএমজেে/এনএস
Posted ১০:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.