
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার রাজাপুর গ্রামে সুপারী গাছ থেকে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পার্শ্ববর্তী মৌলভীগাঁও গ্রামের মৃত জলিল মিয়া ও রুবি বেগমের ছেলে
আশরাফুল ইসলাম রনি (৯) রাজাপুর গ্রামের স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়ীতে সুপারী পড়ার জন্য আধা ভাঙ্গা সুপারী গাছে উঠার পর গাছ ভেঙ্গে ছাদে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আহত রনিকে প্রথেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে, সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পাঠানো হয়। দুপুর ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমদুদ হোসেনের বাড়ির লোকজনের অনুরোধে রনি আধা-ভাঙ্গা ওই গাছে উঠে সুপারী পাড়তে রাজি হয়। এতে গাছ ভেঙ্গে চেয়ারম্যানের ঘরের ছাঁদে পড়ে। সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে নিহত রনি।
বিষয়িট সত্যতা স্বীক্ষার করে ইউপি চেয়ারম্যান মো. মমদুদ হোসেন বলেন, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক। চোখের সামনে দুর্ঘটনাটি ঘটলো। তাৎক্ষনিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরও তাকে বাঁচানো গেলো না।
সংবাদেমইল২৪/জেএইচজে
Posted ১:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.