
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
কুলাউড়ায় আছিয়া বেগম(৫০) নামে এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোজ রয়েছেন। সে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার আব্দুল মনাফের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,গত (৩০ মার্চ) শুক্রবার রাতে আছিয়া ও তার স্বামী মনাফের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন ৩১ শনিবার ভোর ৬ টার দিকে পরিবারের সকলের অগুচরে সে বাড়ী থেকে পালিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে অনেক খুজাখুজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে গত (০২ এপ্রিল) সোমবার সন্ধ্যায় নিখোজ আছিয়ার পুত্র জালাল আহমদ বাদি হয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং:-১২৪। নিখোজের সময় আছিয়ার পরনে ছিল প্রিন্টের শাড়ী ও লাল চাদর। তার গায়ের রং শ্যামলা,গোলগাল চেয়ারা,মাথার চুল কালো। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৭৬৫৩৭৩২৮১ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
Posted ১:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ এপ্রিল ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.