
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট
অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) হিসেবে আগামীকাল বুধবার যোগদান দিচ্ছেন সিলেট মহানগর পুলিশ এসএমপির (এডিসি) সাদেক কাউসার দস্তগীর।
জানা যায়, নতুন অতিরিক্ত পুলিশ সুপার টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মৃত ফজলুর রহমানের ছেলে। এক কণ্যা সন্তানের জনক এই পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করে ৩১তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন। পরে এসএমপির কোতোয়ালী থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে স্বুনামের সহীত দায়িত্বপালন করেন। বিগত ২০১৮ সালের ২০ ডিসেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পরিপত্রে পদোন্নতির এক আদেশে পদোন্নতি পেয়ে এসএমপির উপ পুলিশ কমিশানার (এডিসি) সাদেক কাউসার দস্তগীর বিপিঃ ৮৪১৩১৫৯৩৫৫ পদে দায়িপ্রাপ্ত হন। সর্বশেষ পুলিশের এডিসি হিসেবে দায়িত্বরত ছিলেন।
বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ প্রাপ্ত কুলাউড়া সার্কেলের অতিরিত্ত পুলিশ সুপার মো আবু ইউছুফ সম্প্রতি পুলিশের মিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ১ বছরের জন্য মালি মিশন যেতে হচ্ছে। এজন্য কুলাউড়া সার্কেল পদ শুণ্য হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সাদেক কাউসার দস্তগীর।
(১০ সেপ্টেম্ভর) মঙ্গলবার দুপুরে সেলফোনে সাদেক কাউসার দস্তগীর প্রতিবেদককে যোগদানের বিষয়টি সংবাদমেইলকে নিশ্চিত করেন।
পাশাপাশি এক প্রতিক্রিয়ায় বলেন, সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা নিয়ে কুলাউড়া সার্কেলের আওতাধীন থানা গুলোতে জনবান্ধব পুলিশিং সেবা দিতে চাই।
Posted ৭:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.