স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে একটি পরিত্যক্ত পুরাতন ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বড় ধরনের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেল।
তথ্যমতে, বুধবার বিকেল ৫টার দিকে আকষ্মিকভাবে অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডে ভবনে রাখা হাসপাতালের ব্যবহৃত পরিত্যক্ত মালামাল আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয় ।
এদিকে ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কোন হতাহত হয়নি। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা কেউ সঠিক বলতে পারছেন না। যেহেতু আগুনে পুরাতন ভবনের ভিতর জ্বলে গেছে ভিতরে কি ছিল তা হাসাপাতাল কতৃপক্ষের মালামাল লিষ্ট দেখে পরে জানা যাবে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ভবনটি তালাবদ্ধ। এই ভবনে ঘটনা ঘটে।
Posted ৮:১৫ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.