
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়ায় ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশন’র সহযোগিতায় ‘লেক্সিস বইপড়া উৎসব-২০১৯’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৯ মার্চ) সোমবার বিকালে পৌর শহরে আদর্শ পাঠাগারে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও বইপড়া উৎসবের সঞ্চালক ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ভূকশইমইল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মাসুক, প্রেসক্লাবের সভাপতি এম.শাকিল রশীদ চৌধুরী,চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বদরুল ইসলাম বদর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠক মোঃ মঈনুর রহমান সোয়েব,কুলাউড়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক মোঃ মাহফুজুর রহমান,দক্ষিণ গনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাছলিমা বেগম, সাংবাদকর্মী এইচ ডি রুবেল, পরিবার কল্যাণ সহকারী তাছলিমা আক্তার মুন্নি প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ বইটি জেলা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় দেড়শত শিক্ষার্থী একসাথে পাঠ করে এবং এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। মেধার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগে সকল প্রতিযোগী পাঠককে আহমদ জে. সোহান ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.