
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলা পরিষদ।
(০৫ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুর পরিচানায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,পৌর মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুছ,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামছুদ্দোহা পিপিএম,বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহাজান,জয়চন্ডীর কমর উদ্দিন আহমদ কমরু,্রাউৎগাওর আব্দুল জলিল জামাল,টিলাগাওর আব্দুল মালিক,ভূকশিমইলের আজিজুর রহমান মনির,ব্রাহ্মনবাজারের প্রভাষক মমদুদ হোসেন,ভাটেরার নজরুল ইসলাম,শরীফপুরের জুনাব আলী,পৃথিমপাশার নবাব আলী বাকর খান,কর্মধার আতিকুর রহমান আতিক,কাদিপুরের হাবিবুর রহমান ছালাম,কুলাউড়া সদর ইউনিয়নের নার্গিস আক্তার বুবলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী প.প.কর্মকর্তা আব্দুল খালিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আতাউর রহমান আতা,উপজেলা আ’লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ,এনজিও সংস্থার প্রতিনিধি মোঃ আব্দুল মালিক,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মতলিব,মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ, কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার,প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান,বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু,সাবেক চেয়ারম্যান সুন্দর আলী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) জাকির হোসেনসহ সরকারী কর্মকর্তা,শিক্ষক,চিকিৎসক,গণমাধ্যকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ।
অনূষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেনের হাতে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
উল্লেখ্য, উপজেলার শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে তাহসিনা বেগম কানাইঘাটের (ইউএনও) ও মোঃ আলমগীর হোসেন পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে চট্রগাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়োগ পেয়েছেন।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.