
কুলাউড়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
কুলাউড়া উপজেলা বিআরডিবির ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১১ জানুয়ারী) দুপুরে বিআরডিবির প্রশিক্ষন হলরুমে এ আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
কুলাউাড়া উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,বি আর ডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো; তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন টিলাগাঁও পরিষদের চেয়ারম্যন আব্দুল মালিক, সহকারী জুনিয়র অফিসার মিন্টু দাস, পাল্লাকান্দি কৃষক সমবায় সমিতির ম্যানেজার ছলিম উদ্দিন,মাঠ কর্মকর্তা নাজমিন আক্তার,দিলারা বেগম,শামসুন নাহার, মাঠ সংগঠক শহিদুল ইসলাম,সদাবিকের মাঠ সংগঠক ফখরুদ্দিন, অপ্রদান শস্যের মাঠ সংগঠক সুজন রায়, সভা শেষে ৯টি সমিতির ১৩৩ জন সদস্য কে ৪১ লক্ষ ৬৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
সমিতিগুলো হলো আকিলপুর মহিলা সমবায় সমিতি কে ৩ লক্ষ ৪০ হাজার,লামাপাড়া মহিলা সমবায় সমিতি কে ৬ লাখ ৭৫ হাজার, উত্তর ভাগ মহিলা সমবায় সমিতি কে ৩ লাখ ৩৫ হাজার, গাজিপুর মহিলা সমবায় সমিতি কে ৬ লাখ টাকা,দক্ষিণ ভাগ মহিলা সমবায় সমিতি কে ৭ লাখ ১৫ হাজার,ভবানীপুর মহিলা সমবায় সমিতি কে ৫ লাখ ৭৫ হাজার,কলিমাবাদ মহিলা সমবায় সমিতি কে ৫ লাখ ৭৫ হাজার টাকা, আব্দুলপুর অপ্রদান শস্য দল কে ১ লাখ ৩৫ হাজার টাকা,লালপুর সদাবিক দলকে ২লাখ ৩৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.