
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কুলাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্হাপনা কমিটি এর উদ্যোগে পরিচালক ইন্তাজ আলী, মমতা বেগম ও বড়গাও কৃষক সমিতির সাবেক সভাপতি ফিরুজ মিয়া মৃত্যুতে ১৩ সেপ্টেম্বর সোমবার ২ টায় পল্লী উন্নয়ন ভবনের প্রশিক্ষন হল রুমে অনুষ্টিত হয়।
ব্যবস্হাপনা কমিটির ভারপাপ্ত চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভারপাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ,পরিচালক ছোয়াব আলী,পরিচালক হারুন মিয়া,পরিদর্শক শহিদুল আলম, শহমীর কৃষক সমিতির সভাপতি সাইফুর আলম সিদ্দীকী।
উপস্থিত ছিলেন হিসাব রক্ষক মিন্টু দাশ, মহিলা মাঠ সংগঠক ছামছুন নাহার, নাজনীন আক্তার, ফাহমিদা জামান দিলারা, পরিচালক মিনারা বেগম,মনসুর পুর সমিতির সভাপতি ইনুছ মিয়া, মইশাজুরী সমিতির ম্যানেজার শাইস্তা মিয়া, অ প্রধান শস্য দলের মাঠ সংগঠক সুজন রায়, মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন পরিচালক ছোয়াব আলী।
Posted ৮:২১ অপরাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.