
আশরাফুল ইসলাম জুয়েল,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট
কুলাউড়া উপজেলার বিআরডিবির উদ্যোগে ৩ টি মহিলা সমিতির ৪৯ জন সদস্যকে ১৬ লক্ষ ৫০ হাজার টাকা ঋন প্রদান করা হয়েছে।
(১৬ সেপ্টেম্বর) সোমবার দুপুর ২ টায় ঋন বিতরন উপলক্ষে বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।
বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি,কুলাউড়া উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম,সহকারী পল্লি উন্নয়ন অফিসার আলহাজ্ব নিজাম উদ্দিন চৌধুরী,প্রেস ক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী,প্রেসক্লাব কুলাউড়ার দপ্তর সম্পাদক শাহ আলম শামীম,ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাছান খালিক,প্রেসক্লাব কুলাউড়ার সদস্য মোঃ আব্দুল আহাদ,দৈনিক মৌমাছি কন্ঠ কুলাউড়া প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল,মহিলা মাঠ কর্মকর্তা দিলারা বেগম,নুরুন্নাহার,সৈয়দা নাজনীন আক্তার,মাঠ কর্মকর্তা শহিদুল ইসলাম।
উল্লেখ্য, রাউৎগাও মহিলা সমিতি পক্ষে ম্যানেজার রুসনা বেগমের হাতে ১ লক্ষ ৬৫ হাজার,জগতপুর মহিলা সমিতির পক্ষে ম্যানেজার মমতা বেগমের হাতে ৬ লক্ষ ৫০ হাজার টাকা,দক্ষিন গাজীপুর মহিলা সমিতির ম্যানেজার খোদেজা বেগমের হাতে ৮ লক্ষ ৩৫ হাজার টাকা ঋন তুলে দেয়া হয়।
Posted ৮:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.