
শাহ আলম শামীম,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০২ অক্টোবর ২০১৭ | প্রিন্ট
কুলাউড়া বিআরডিবির নর্বনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। (২অক্টোবর) সোমবার দুপুরে বিআরডিবির মিলানায়তনে এ শপথ গ্রহণ অনুষ্টিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগমের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা শাহানা পারভীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী।
অনুষ্টানে বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক ফজলু ও ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম বক্তব্যে বলেন, দায়িত্বপালনে সকলের সহেযাগিতা কামনা করেছেন। পাশাপাশি সমবায়ী সদস্যরা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিধান দাস বাদল,উপজেলা সমবায় অফিসার শাহাদত হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্তন কৃষক সমবায় সমিতির ম্যানেজার মোঃ রুহুল আমিন। এময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাও ইউপি সদস্য আব্দুল মোক্তাদির মনু,মোঃ ইসমাইল হোসেন,চুনঘর সমিতির ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন,বিআরডিবির সাবেক পরিচালক আব্দুল আজিজ,খাইরকুল সমিতির ম্যানেজার হারুন মিয়া। উল্লেখ্য, বিআরডিবি সকল সমবায়ীদের উপস্থিতে নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের শপথ বাক্য পাঠ করান উপজলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী।
Posted ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.