
তাজুল ইসলাম,,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র উদ্যোগে কুলাউড়া উপজেলায় ২ টি মহিলা সমবায় সমিতির মধ্যে ১২ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
(১৭ সেপ্টেম্বর) সোমবার দুপুরে কুলাউড়া বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে এ ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন,কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী,জুনিয়র অফিসার মিন্টু দাস,মহিলা মাঠ কর্মকর্তা নাজনিন আক্তার,শামসুন নাহার,দিলারা বেগম,শহিদুল ইসলাম,চুনঘর কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পাল্লাকান্দি কৃষক সমবায় সমিতির ম্যানেজার মোঃ সলিম উদ্দিন, মহিশা জুরীর কৃষক সমবায় সমিতিরম্যানেজার শাইস্তা মিয়া, জগৎপুর মহিলা সমবায় সমিতির ম্যানেজার মমতা বেগম,দক্ষিণ গাজীপুর মহিলা সমবায় সমিতির ম্যানেজার খোদেজা বেগমসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার দুইটি মহিলা সমিতির ৩৫ জন নারী সদস্যাদের মধ্যে জগৎপুর মহিলা সমবায় সমিতিকে ৫ লক্ষ ৭৫ হাজার ও দক্ষিণ গাজিপুর মহিলা সমবায় সমিতিকে ৭ লক্ষ ০৫ হাজার টাকার নগদ ঋণ বিতরণ করা হয়।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.