
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ মার্চ ২০২০ | প্রিন্ট
কুলাউড়া বিআরডিবির আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের আওতাভুক্ত সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও আইজিএ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
(৯ মার্চ) সোমবার সকালে বিআরডিবির প্রশিক্ষন হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জগলুল হায়দার, কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু,ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম,জুনিয়র অফিসার মিন্টু দাস,পরিচালক হারুন মিয়া, মহিলা পরিচালক মিনারা বেগম, সিপ্রা রানী, মহিলা মাঠ কর্মকর্তা নুরুন নাহার, সৈয়দা নাজনিন আক্তার ডেইজি।
প্রশিক্ষনে অংশ গহন করেন খারপাড়া সমিতির সভাপতি স্বপ্না বেগম, ম্যানেজার রুজি বেগম, কলিমাবাদ সমিতির সভাপতি রুখিয়া বেগম, ম্যানেজার রুকসানা বেগম, জগৎপুর সমিতির সভাপতি মমতা বেগম, ম্যানেজার রাসেদা নাসরিন, শ্রীপুর সমিতির সভাপতি জবারুন বেগম, আকিলপুর সমিতির সভাপতি রিপা বেগম, ম্যানেজার হুসনা বেগম, পশ্চিম সিঙ্গুর সমিতির সভাপতি সেলিনা আক্তার, ম্যানেজার মনোয়ারা বেগম, চন্দ্রকলা সমিতির সভাপতি কৃষ্ণা রাণী দাস, ম্যানেজার বাস্নতী রাণী দাস, নন্দননগর সমিতির সভাপতি দিলারা বেগম, ম্যানেজার আছিয়া বেগম, চুনঘর সমিতির সভাপতি হালিমা বেগম,ম্যানেজার জাহানারা বেগম, কুলাউড়া গ্রাম সমিতির সভাপতি মান্না রাণী ভট্রাচার্য্য, ম্যানেজার গিতা রাণী মন্ডল,গুঁড়াভুই সমিতির সভাপতি হেনা বেগম, ম্যানেজার লায়লা আক্তার, জালালাবাদ সমবায় সমিতি সভাপতি আমিনা বেগম, ম্যানেজার রাণী বেগম।
উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের বাল্য বিবাহ, যৌতুক, মাদক প্রতিরোধ সম্পর্কে জন সচেতনতামূলক ও দল বা সমিতি গঠন প্রক্রিয়া, পুঁজি গঠন,আধুনিক কলা কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ,পরিবার ছোট রাখা, পুষ্টি, স্বাস্থ্য ভাল রাখার পরামর্শ বিষয় সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.