
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
কুলাউড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ভোট অনুস্টিত হয়। সমিতির মোট ২৬০ জন ভোটারের মধ্য ২২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন।
এতে সভাপতি পদে ফরহাদ আহমেদ আনারস প্রতিকে ১৩১ ভোট পেয়ে নতুন সভাপতি নির্বাচিত হোন। সভাপতি পদে অপর প্রাথী বদরুজ্জামান সজল চেয়ার প্রতিকে পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুব করিম মিন্টু ১০৯ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্পাদক পদে অপর প্রাথী শফিক মিয়া আফিয়ান ৮৮ ভোট পেয়েছন। এছাড়াও সহসভাপতি পদে শাহীন আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এবং সদস্য পদে পংকি মিয়া, পারবেজ রশীদ ও লুলু মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও মহিব উদ্দিন চৌধুরী লেদু মাস্টার।
Posted ৯:০৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.