শুক্রবার ৩১ মার্চ, ২০২৩ | ১৭ চৈত্র, ১৪২৯

কুলাউড়া বন্ধুসভার ২২ বছরপূর্তি উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

কুলাউড়া বন্ধুসভার ২২ বছরপূর্তি উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলো বন্ধুসভার ২২ বছরপূর্তি উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, কেক কাটা, নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনার আয়োজন করা হয়।

(৩০ জানুয়ারী) শনিবার বিকাল ৩টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচিগুলো পালিত হয়।কর্মসূচির শুরুতে যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ও আবুল ফাত্তাহ পলাশ এর সহযোগিতায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে কুলাউড়া বন্ধুসভা।


কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় এবং সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম,কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,  কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ, জিয়ন কাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহিম খলিল, সুর শৈলীর সভাপতি গোলাম মোস্তফা পাভেল, সময়ের আলো’র জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, নব-নির্বাচিত কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা।

এছাড়াও বক্তব্য দেন সংগীত শিক্ষক সুদর্শণ রবিদাস, যুগভেরী প্রতিনিধি শাকির আহমদ, কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা মো. আব্দুস সামাদ চঞ্চল, মাহবুব হোসাইন মাছুম, কাওছার আহমদ চৌধুরী সাব্বির, নাজমুল বারী সোহেল, এ কে এম জাবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুলাউড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু।


এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধু সভার সহ-সভাপতি এপেক্সিয়ান সোহেল আহমদ, মো. কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো.মাহবুব হোসেন চৌধুরী, উপ সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বাবু, নারী বিষয়ক সম্পাদক সঞ্চয়িতা সেনগুপ্ত দোলা, পাঠচক্র সম্পাদক বিপুল চন্দ্র দাস, প্রচার সম্পাদক সুমন আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আইরিন আক্তার জুলি, অর্থ সম্পাদক ফেরদৌসি জান্নাত স্নেহা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক চৌধুরী ইমরাতুল জান্নাত স্বর্ণা, দুর্যোগ বিষয়ক সম্পাদক সামি আহমদ মাসুমসহ কুলাউড়া বন্ধুসভার অন্যান্য সদস্যরা।

আলোচনা সভা শেষে বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার নবনির্বাচিত মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা (মনি) এবং বন্ধুসভার ২০১৯ ইং- ২০২০ইং সভাপতি,সম্পাদক-কে সম্মানা স্বারক প্রধান করা হয়।


উল্লেখ্য, ১৯৯৯ সালের ৩০ জানুয়ারী কুলাউড়া বন্ধুসভার প্রতিষ্ঠা হয়।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:৩২ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত